বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ শুক্রবার রাতে ইয়াবা ও মাদক সহ ৫ অপরাধীকে গ্রেফতার করেছে।
নোয়াখালী জেলা গোয়েন্দা অফিস জানায়, গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাত ১২টায় ডি.বি পুলিশের এস.আই আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম আলাইয়ারপুর ইউনিয়নের চৌপল্লি গ্রামের তলনসী বাড়ীতে অভিযান চালিয়ে মৃত মোবারক উল্যার পুত্র মাদক ব্যবসায়ী ও ৪টি মামলার আসামি লোকমান হোসেনকে গ্রেফতার করে। এরপর তার কাছে আসা মাদক সেবনকারী লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের নুরুল ইসলাম জাবেদের পুত্র মোঃ রাসেল (৩২) ও ঐ গ্রামের মোস্তফার পুত্র রকি (২২) ও পূর্ব মান্দারী গ্রামের জুয়েল (২৪) কে ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর দক্ষিণ অভিরামপুর মসজিদ ওয়ালা বাড়ীর আলতাফ হোসেনের পুত্র ও হত্যা মামলার আসামি বাবরকে গ্রেফতার করে। তাদের সকলকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ হাকিম শনিবার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।