সিরাজদিখানে দোলা আক্তার (২১) নামের এক কলেজ ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। “মাফ করে দিস জানিনা কি হবে” বান্ধবীর মোবাইলে এমন একটি মেসেজ দিয়েছিল দোলা মৃত্যুর কয়েক মিনিট আগে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মালখানগর ই্উনিয়নের ফুরশাইল গ্রামে এ ঘটনা ঘটে। দোলা নিজ বসতঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত ১০ টার দিকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ, দোলার লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সে উপজেলার ফুরশাইল গ্রামের মৃত মান্নান দেওয়ানের মেয়ে ও মালখানগর ডিগ্রি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী। তবে কেন এমন ঘটনা ঘটল তা কেউ বলতে পারেনি।
তার সহপাঠি মালখানগর ডিগ্রি কলেজ অনার্স ২য় বর্ষের হিমি আক্তার ও ইয়াছিনসহ ৪/৫ জন জানায়, দোলা ভাল ছাত্রী ছিল, আমাদের সবার খুব ভালো বন্ধু। কেন ও এমন কাজ করলো জানিনা। তবে হিমি আক্তার জানায় মৃত্যুর কিছু সময় আগে রাত ৯ টা ১১ মিনিট ওর (দোলা) মোবাইল থেকে একটি মেসেজ এসেছে “মাফ করে দিস জানিনা কি হবে”। ইয়াসিন জানায় এক সপ্তাহ আগে একটি ছেলের ছবি দেখিয়েছিল ওর পছন্দের বন্ধু। কেউ বলল ছেলেটির নাম মাসুম, ওর কোন রিলেটিভ হয়, ছেলেটির বাড়ি সম্ভবত বলেছিল মানিকগঞ্জ জেলায়। ছোট বেলায় দোলার বাবা মারাগেছে, ফুপুরা তাকে মানুষ করেছে। ফুপুরা এ বিষয়টি মেনে নিচ্ছে না একথা বান্ধবীদের বলেছিল দোলা।
কান্না করতে করতে দোলার মা ছালমা বেগম বলছিলেন, রাত সাড়ে ৮ টা পর্যন্ত বাড়ির আঙ্গিনায় পাশের ছোট ছেলে-মেয়েদের সাথে ব্যাডমিন্টন খেলছিল। ৯টার দিকে ওর ঘরে পড়তে বসল তাকে তিনি খেয়ে পড়তে বসতে বলছিলেন। সে পরে খাবে বলে জানিয়েছিল। রাত পৌনে ১০ টার দিকে ডাকাডাকি করলে কোন শব্দ না পাওয়ায় বাড়ির লোকজন গিয়ে দরজা ভেঙে দেখে আঁড়ার সাথে ওড়না গলায় ফাঁস দিয়ে ঝুলছে। লোকজন তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যায়।
দোলার দাদা সাত্তার দেওয়ান জানান, তার নাতনির কোন সমস্যা ছিল না, বাড়িতে কোন ঝগড়া ঝামেলা ছিল না, কেন সে এমন কাজ করল।
সিরাজদিখান থানা পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল তাই ধারণা করা হচ্ছে আত্মহত্যা। কিন্তু কি কারণে আত্মহত্যা করল এখনো তা জানা যায় নাই। তাই লাশ ময়নাতদন্তে মর্গে পাঠিয়েছি, অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত চলছে।