বাগেরহাটের মোরেলগঞ্জে কলেজছাত্র হাইয়ুম খানের খুনিদের দ্রুত গ্রফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসি।শনিবার বেলা ১১ টায় তেতুলবাড়িয়া বাজার দুই ঘন্টা ব্যাপি এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাবসহ সকল শ্রণির শতশত লোক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে নিহত কলেজছাত্র হাইয়ুমের পিতা ফারুক খান, মামা আবদুস ছালাম হাওলাদার, উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি আবুল কালাম খান, জেলা ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, অধ্যাপক গাউসুল হক, শিক্ষক আবু সালেহ খান, ইউপি সদস্য নাসির উদ্দিন শেখ, জাতীয় কৃষক সমিতির নেতা মোশারেফ হোসেন হাওলাদার, লোকমান বেপারি প্রমুখ।
বক্তারা বলেন হাইয়ুম হত্যা মামলার আসামি সোহাগ হাওলাদার, রাসেল খানসহ সকল আসামিকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানন। মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।
প্রসঙ্গত, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ৫ ফেব্রুয়ারি তাফালবাড়িয়া গ্রামের কলেজছাত্র হাইয়ুমকে মারপিট করে তার প্রতবেশীরা। এর ৪দিন পরে ৯ ফেব্রুয়ারি সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
থানা পুলিশ এ হত্যা মামলার অন্যতম আসামি রাসেল খানকে গ্রেফতার করেছ। অপর আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছন এ মামলার তদন্তকারি কর্মকর্তা থানার ওসি(তদন্ত) ঠাকুর দাস মন্ডল।