কুড়িগ্রামের রাজারহাটে দুদকের অর্থ বিতরণে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফ উজ-জামান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।
চলতি বছরে দুর্নীতি দমন কমিশন(দুদক) এর অর্থায়নে রাজারহাট উপজেলার ৭০টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের শিক্ষার্থীদের বির্তক, চিত্রা্কংন ও রচনা প্রতিযোগিতার জন্য প্রতিটিতে সাড়ে চার হাজার করে মোট ৩লক্ষ ১৫ হাজার টাকা বরাদ্দ আসে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার টাকা বিতরণ করা হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফ উজ-জামান সরকার নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়েন। টাকা গ্রহনের পর নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানিয়েছেন, স্ট্যাম্পের জন্য ১০ থেকে ২০ টাকা এবং খরচের কথা বলে ২শ থেকে ৫শ টাকা কম দিয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হবিবর রহমান বলেন, টাকা বিতরণে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে বিতরনের নির্দেশনা থাকলেও আমাকে জানানো হয়নি।
এ বিষয়ে ১৫ ফেব্রুয়ারী শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফ-উজ-জামান সরকার মুঠো ফোনে বলেন, আমি কারো কাছে এ বিষয়ে টাকা নেই নাই। কিন্তু ২/৩জন মাদরাসার সুপারকে খরচের বিষয়ে বললে, তারা তাদের কাছ থেকে ৩হাজার টাকা তুলে আমাকে দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন জানান, অভিযোগের বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সামসুল আলম বলেন, সততা সংঘের টাকা বিতরনে কম দেয়ার বিধান নেই, প্রমানীত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য গত বছরেও ওই কর্মকর্তা সততা সংঘের টাকা বিতরনে কম দেয়ার চেষ্টা করে। কিন্তু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিবাদের কারণে পরবর্তীতে সম্পুর্ন টাকা ফেরত দিয়েছেন।