নীলফামারীতে রমরমা কোচিং বাণিজ্য। বেপরোয়া কোচিং বাণিজ্যে নাভিশ্বাস শিক্ষার্থীদের। অসাধু ও বেপরোয়া শিক্ষকদের কাছে রীতিমতো জিম্মি শিক্ষার্থী-অভিভাবক। নিয়মনীতির তোয়াক্কা না করে শ্রেণিকক্ষের আদলে কোচিং সেন্টারগুলোতেই চলছে পাঠদান। শ্রেণিকক্ষ হয়ে পড়েছে গৌণ। কোচিং বন্ধের নীতিমালা থাকার পরও তদারকির অভাবে গত সাড়ে ৬ বছরে তা কেবলই নীতিমালায় পরিণত হয়। তবে কোচিং বন্ধে সরকারের নীতিমালা গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট বৈধ বলে রায় দেয়ার পর এটি এখন নতুন করে আলোচনায়। বিশেষজ্ঞরা বলছেন, কোচিং বাণিজ্য নামের এই ঘাতক ব্যাধি আজ মহামারী রূপ পেয়েছে। এটা মাদকের মতো। কোচিং বন্ধের নীতিমালা বাস্তবায়নে সারা দেশে সরকারকে পর্যবেক্ষণ দল গঠন করার আহ্বান শিক্ষাবিদদের। অভিভাবকরা বলছেন, কোচিংবাজ শিক্ষকরা এতটাই ভয়াবহ যে তারা দরিদ্র শিক্ষার্থীদের বিবেচনায় নেন না। সংশ্লিষ্টরা জানান, শিক্ষকদের বেপরোয়া আচরণের কারণেই ২০১১ সালে মতিঝিল আইডিয়াল স্কুলের অভিভাবক মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু উচ্চ আদালতে রিট করেন। পরে শিক্ষা মন্ত্রণালয় কোচিং বাণিজ্য বন্ধে ২০১২ সালে নীতিমালা করেই দায়িত্ব শেষ করেন। নীতিমালা জারির পর গণস্বাক্ষরতা অভিযানের এক গবেষণায় দেখা যায়, প্রাথমিক ও মাধ্যমিকের ৯০ শতাংশের বেশি শিক্ষার্থীকে প্রাইভেট-টিউশন নিতে হচ্ছে। আর ৪ বছরের মাথায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা আয়-ব্যয় সমীক্ষায় (২০১৬) বলা হয়েছে, শিক্ষার পেছনে একজন অভিভাবকের মোট আয়ের ৫ দশমিক ৪২ ভাগ ব্যয় হয়। শিক্ষার পেছনে অভিভাবকের ব্যয়ের সবচেয়ে বড় খাত কোচিং যা ৩০ শতাংশ। এদিকে চলতি বছরের এসএসসি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও নীলফামারী বিশেষ করে সৈয়দপুরে অধিকাংশ কোচিং সেন্টার সরকারি নির্দেশনা না মেনে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে কোচিং বাণিজ্য। কিছু কিছু কোচিং সেন্টার প্রকাশ্যে কোচিং চালিয়ে যাচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের কোচিং সেন্টার এখনও খোলা রেখে কোচিং পরিচালকরা তাদের শিক্ষা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গত ২৫ জানুয়ারি থেকে পুরো একমাস অর্থাৎ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অথচ দায়িত্বে থাকা শিক্ষা বিভাগের কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণ না করে নীরব রয়েছেন।