বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে মুজিববর্ষ উপলক্ষে মাধ্যমিক স্তরের বার্ষিক শিক্ষা কর্মপরিকল্পনা নির্ধারনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে জেলা এ্যাম্বাসেডর গ্রুপের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান।
জেলা এ্যাম্বাসেডর গ্রুপের সভাপতি লাভলী মল্লিকের সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা অসীম কুমার দাস, জেলা এ্যাম্বাসেডর গ্রুপের সাধারন সম্পাদক জিয়াউল হাসান সবুজ, শিক্ষক মোজাহিদুর রহমান, কামরুন্নাহার, সজল আহম্মেদ প্রমুখ। সভায় ৪২টি স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে মানসম্মত শিক্ষা অর্জনের ক্ষেত্রে কাজ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টি মিডিয়ার মাধ্যমে শতভাগ ক্লাস পরিচালনা, শিক্ষক বাতায়ন, মুক্তপাঠোর আওতায় আনা এবং শিক্ষার্থীদের কিশোর বাতায়নে উদ্ধুদ্দ করতে হবে।
সভা শেষে বাগেরহাট জেলা এ্যাম্বাসেডর গ্রুপের লাভলী মল্লিককে সভাপতি ও জিয়াউল হাসান সবুজকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।