প্রয়োজনীয় জনবল ছাড়াই শেরপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম শুরু হয়েছে। ২০১৮ সালের ২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই হাসপাতালের উদ্বোধন ঘোষণা করলেও নানা সমস্যার কারণে এর কার্যক্রম শুরু করেননি কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর গত ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হুইপ আতিউর রহমান আতিক এমপি।
শেরপুর জেলার প্রায় ১৬ লাখ অধিবাসী ছাড়াও পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ, সানন্দবাড়ী ও ইসলামপুর উপজেলা এবং কুড়িগ্রাম জেলার রাজিবপুর ও রৌমারী উপজেলার বিপুল সংখ্যক মানুষ চিকিৎসার জন্য যে হাসপাতালের ওপর নির্ভর করে থাকেন, সেটি শেরপুর জেলা সদর হাসপাতাল। এই হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তা না থাকায় এবং পর্যাপ্ত শয্যা সংকটের কারণে চিকিৎসা সেবা কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। সেসঙ্গে দালালদের উৎপাতে হয়রানির শিকার হচ্ছেন হাসপাতালে সেবা নিতে আসা রোগীসহ রোগীর স্বজনরা।
হাসপাতাল তত্ত্বাবধায়কের কার্যালয় সূত্র জানায়, বর্তমানে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৮০০ থেকে ৯০০ রোগী চিকিৎসা নিতে আসেন। অন্তর্বিভাগে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ রোগী ভর্তি থাকেন। এ ছাড়া জরুরি বিভাগে চিকিৎসা নেন ১০০ থেকে ১৫০ জন রোগী। কিন্তু পর্যাপ্ত সংখ্যক চিকিৎসকের অভাবে রোগীরা দুর্ভোগ ও ভোগান্তির শিকার হন। বহির্বিভাগে চিকিৎসার জন্য রোগীদের দুই ঘণ্টা থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত হাসপাতালে অপেক্ষা করতে হয়। অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও চিকিৎসক না পেয়ে রোগীরা বিফল মন নিয়ে বাড়ি ফিরে যান। বহির্বিভাগে চার থেকে পাঁচ জন চিকিৎসা কর্মকর্তা চিকিৎসা প্রদান করেন। কিন্তু বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসা দিতে গিয়ে তারাও হিমশিম খান।
তত্ত্বাবধায়কের কার্যালয়ের সূত্র জানায়, ১০০ শয্যার শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসকের ৩৬ টি পদের মধ্যে ১৯ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। ১৭ টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তার (ইএমও) তিনটি পদ, চিকিৎসা কর্মকর্তার (এমও) চারটি পদের মধ্যে একটি ও সহকারী সার্জনের ছয়টি পদের মধ্যে দুটি শূন্য রয়েছে। এ ছাড়া সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজী), সিনিয়র কনসালট্যান্ট (শিশু), সিনিয়র কনসালট্যান্ট (ইএনটি), জুনিয়র কনসালট্যান্ট (রেডিওলজী), জুনিয়র কনসালট্যান্ট (ডেন্টাল), জুনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন), প্যাথলজিস্ট ও রেডিওলজিস্টের পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। এ ছাড়া হাসপাতালের ৬৫টি সেবিকা পদের মধ্যে ৪ টি পদ শূন্য রয়েছে।
জানা গেছে, হাসপাতালের আল্ট্রাসনোগ্রাম মেশিনটি সচল না থাকায় রোগীদের উচ্চমূল্যে বাইরের ডায়াগনোস্টিক সেন্টার থেকে আল্ট্রাসনোগ্রাম করাতে হয়। এ ছাড়া সেবিকা স্বল্পতার কারণে ভর্তিকৃত রোগীরা যথাযথ সেবা পান না বলে অভিযোগ রয়েছে। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের খাদ্য নির্ধারিত একশ জন রোগীর খাবার থেকে ভাগ করে দেয়া হয়।
শেরপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল কবির সুমন বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের নতুন ভবনে বহির্বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। এই হাসপাতালের জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল, বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তা বরাদ্দ চেয়ে মন্ত্রানালয়ে আবেদন পাঠানো হয়েছে।
হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেন, নতুন এই অত্যাধুনিক হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, পুরুষ ও মহিলাদের অপারেশনসহ নানান সুযোগ-সুবিধা পাওয়া যাবে। আমরা আশা করছি অচিরেই আমাদের স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করবেন। নতুন অবস্থায় যে সমস্ত সমস্যা রয়েছে আমরা দ্রুত সময়ের মধ্যে সমাধান করবো। আমার দৃঢ় বিশ^াস শেরপুর থেকে কোন রোগীকে ময়মনসিংহ যেতে হবে না।