বেতনস্কেল বৃদ্ধি, সরাসরি প্রধান শিক্ষক হিসেবে পদায়ন, পরিচালনা পরিষদে অর্ন্তভুক্তি, নীতিমালায় সুনিদিৃষ্ট দায়িত্ব প্রদানসহ কয়েক দফা দাবিতে বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতি ডুমুরিয়া উপজেলা শাখা গঠন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় ডুমুরিয়া এনজিসি এ- এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা । আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইউব হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ মোঃ জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, সাধারণ সম্পাদক আঃ লতিফ মোড়ল,। আলোচনাসভা শেষে ডুমুরিয়া এনজিসি এ- এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুর রহমানকে সভাপতি, থুকড়া আরআরজিজিটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে সম্পাদক ও এইসএমপিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট ডুমুরিয়া উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি চৈতন্য কুমার মন্ডল, যুগ্ম সম্পাদক প্রভাত কুমার বৈদ্য, সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ গাইন, সহ- সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, সদস্য প্রকাশ কুমার সরকার, প্রবীর মন্ডল, মোশারফ হোসেন সরদার, অনুপ কুমারমন্ডল, এমএম ওয়াজেদ আলী, অসীত বরণ মজুমদার, হরিচাঁদ মল্লিক ও অর্পনা কর্মকার।