নিয়ামতপুরে আইনগত সহায়তা সম্পর্কীত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার বামইন স্কুল এ- কলেজ মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন লিগ্যাল এইড কমিটি নওগাঁর জেলা চেয়ারম্যান ও বিজ্ঞা জেলা ও দায়রা জজ এ,কে,এম শহিদুল ইসলাম। চন্দননগর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি এ বৈঠকের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম বলেন, লিগ্যাল এইড কারো কোন দয়া, করুনা বা দান নয়, এটা আপনাদের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিটি নাগরিককে তার অধিকার সম্পর্কে সচেতন করতে এই লিগ্যাল এইড প্রতিষ্ঠা করেছে। লিগ্যাল এইড অসহায়, গরীব মানুষ, যারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হন, অর্থাভাবে আইনি সহায়তা থেকে বঞ্চিত থাকেন, লিগ্যাল এইড তাদের হয়ে কাজ করেন।
তিনি বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইড আইনি সেবা দান” শ্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার মানুষের ঘরে ঘরে প্রতিটি নাগরিককে তাদের অধিকার সম্পর্কে, আইন সম্পর্কে, তাদের অধিকার সম্পর্কে সচেতন করায় হচ্ছে এই উঠান বৈঠকের লক্ষ্য।
চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান ও চন্দননগর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি বদিউজ্জামান বদির সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, কর্মকর্তা ইনচার্জ আবুল কালাম আজাদ, নওগাঁ জজ কোর্ট এর বিজ্ঞ পিপি আবদুল খালেক ও নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আবদুর রহমান।
উঠান বৈঠকে আইন সহায়তা বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করেন নওগাঁ জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাডিষ্ট্রেট তাজুল ইসলাম।