সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ও ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা নারায়ণ চন্দ্র চন্দ এমপি সাথে আজ (শুক্রবার) সকাল ১০টায় প্রেসক্লাবের নবনির্বাাচত কমিটির নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। সাবেক মন্ত্রীর বাসভবনে এসময় উপস্থিত ছিলেন; উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, সহ-সভাপতি শেখ হেদায়েতুল্লাহ, সাধারণ সম্পাদক আঃ লতিফ মোড়ল, কোষাধ্যক্ষ শেখ আঃ সালাম, যুগ্ম সম্পাদক সুমন্ত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, দপ্তর সম্পাদক জি, এম, ফিরোজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খান মহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক খান নুরুল ইসলাম, ডাঃ রোমেল হোসেন, খান আরিফুজ্জামান নয়ন সাংবাদিক গাজী মাসুম, আসাদুল ইসলাম রিপন, এস এম আনিচুজ্জামান, মুক্তার হোসেন প্রমুখ। মতবিনিময় শুরুতে উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনিও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জ্ঞাপনসহ সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।