সিরাজদিখানে শুক্রবার বিএনপি’র অঙ্গসংগঠনের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের বাধা ও লাঠিচার্জ করা হয়। লাঠি চার্জে সোহেল, কোরবান ও মানিকসহ ৩ জন আহত হয়। সিরাজদিখান উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদকে কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক পদে নির্বাচিত করায় সংবর্ধনার আয়োজন করে উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠন। শুক্রবার বেলা ১১ টার দিকে সিরাজদিখান বাজারে উপজেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠানের প্রস্তুতি কালে থানা পুলিশের বাধায় কার্যালয় বন্ধ করে দেয়। এরপর সোহেল আহমেদ তার নেতা কর্মীদের নিয়ে কাঠপট্টি রোডে পথসভা করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে। এ সময় তার সাথে ছিলেন জেলা যুবদল যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদল সভাপতি ইয়াছিন সুমন, যুবদল যুগ্ন সম্পাদক আফজাল হোসেন, যুবদল যুগ্ন সম্পাদক এ আর মানিক, যুবদল নেতা কোরবান আলী মিন্টু, শ্রমিকলদল সাধারণ সম্পাদক বাদশা মিয়া, ছাত্রনেতা রিগ্যানসহ আরো অনেকে। এ ঘটনায় সন্তোষপাড়া মোড় থেকে উপজেলা মোড় পর্যন্ত ১ কিলোমিটার রাস্তায় প্রায় ৩০ মিনিট যানজট সৃষ্টি হয়।
এ বিষয়ে সোহেল আহমেদ জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক নির্বাচিত করায়, আমার এলাকায় বিভিন্ন সংগঠন শুভেচ্ছা জানালে আমিসহ নেতাকর্মীদের নিয়ে বিএনপি কার্যালয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এটা কোন রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। পুলিশ আমাদের শরীরে হাত তোলে ও লাঠিচার্জ করে লাঞ্ছিত করে। আমাকে পুলিশ হুমকী ধামকী দেয়, এলাকায় যেন আসি। এটা আমার জন্ম ভুমি। এমন আচরনের জন্য আমি তাদের ঘৃণা জানাই। আপোষহীন নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে।
সিরাজদিখান থানা পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক জানান, তারা না জানিয়ে কোন অনুমতি না নিয়ে অনুষ্ঠান করতে সক্সঘবদ্ধ হচ্ছিল। আইন শৃঙ্খলার অবনতিসহ কোন সমস্যা হলে এর দায় কে নিবে। কোন লাঠি চার্জ হয়নি। তাদের কয়েকটি মোটর সাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়।