ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল শ্লোগানকে সামনে রেখে সিরাজদিখান উপজেলার ভবানীপুর উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়ানুষ্ঠান শুরু হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম দুদুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্য হাজী মো. সালামত হোসেন গোড়াপী। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী সুমন্ত সরকার। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল কোল্ড ষ্টোরেজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক হাজী মো. খলিলুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী এস.এম.শফিকুল ইসলাম, ইতালি প্রবাসী মো. মনির হোসেন গোড়াপী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন।