ভিন্নমত ও ভিন্নতাকে সম্মান করি, শান্তিপূর্ণ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে এবং যুব সমাজকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সহনশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে নওগাঁর পোরশায় বৃহস্পতিবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী যুবকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও)’র উদ্যোগে ও ইউএসএইড অবিরোধ: রোড টু টলারেন্স প্রোগ্রামের সহায়তায় মশিদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল ম্যাচের আয়োজন করে।
বুধবার বিকেল সাড়ে ৩টায় পোরশা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাজীবুল ইসলাম ফুটবল ম্যাচের উদ্বোধনী ঘোষণা করেন। ম্যাচে আকাশী দল কমলা দলকে হারিয়ে ট্রাইবেকারে জয়লাভ করে। ম্যাচ শেষে মশিদপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আল মামুনের সভাপতিত্বে¡ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাজীবুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অবিরোধ প্রতিনিধি মাসুক মুক্তাদির, বিএসডিও’র নির্বাহী পরিচালক মো. আবদুর রউফ, কর্মসূচি সমন্বয়কারী আতাউর রহমান প্রমুখ। বক্তারা সমাজে শান্তি প্রতিষ্ঠায় সকল জাতিগোষ্ঠীকে সহনশীল আচরণ করা, ভিন্নমত ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্য উদাত্ত আহবান জানান। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।