স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অকুতভয় সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কুড়িগ্রামের কৃতী সন্তান শহীদ রাউফুন বসুনিয়ার ৩৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বসুনিয়া পাড়ায় তার সমাধিস্থল স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন করেন আওয়ামীলীগ, জাসদ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় তার গ্রামের বাড়ী রাজারহাট উপজেলার পাইকপাড়া বসুনিয়া পাড়া গ্রামের রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ এক স্মরণ সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হারুন-উর-রশিদ লাল, সাধারণ সম্পাদক এসএম ছানালাল বকসী, রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ আবুনুর মোঃ আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান, জেলা জাসদ সভাপতি ইমদাদুল হক এমদাদ, ৮০-এর দশক ছাত্র সংগ্রাম পরিষদের নেতা মাজেদ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট আহ্বায়ক শ্যামল ভৌমিক, একাত্তুরের ঘাতক দালাল নির্মল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, সাবেক ছাত্র নেতা মনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম মন্ডল চাঁদ ও মোঃ তৌহিদুর রহমান প্রমূখ। এছাড়াও তার পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেয়ার সময় মহসিন হলের সামনে স্বৈরাচারী এরশাদ সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ হয় রাউফুন বসুনিয়া। পরে তার লাশ জন্মভূমি কুড়িগ্রামের রাজারহাট বসুনিয়া পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মহসিন হলের সামনে শহিদ রাউফুন বসুনিয়ার ভাস্কর্য নির্মাণ করে।