পাবনায় মাক্রোবাসের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৭৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। এ সময় ৪ ফেন্সিডিল ব্যবসায়ীকের আটক করেছে।
র্যাব জানায়, পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার এর নের্তৃত্বে শুক্রবার সকালে র্যাবের একটি দল পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর স্কুল পাড়া রাস্তায় একটি মাইক্রোবাস তল্লাশী করে মাক্রোবাসের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৭’শ ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় একরামুল, মোহাম্মদ আলী, সাগর ও ইয়াছিন মোল্লা নামের চার যুবক কে আটক করে।
র্যাব আরো জানায়, আটককৃতরা কুষ্টিয়া জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।