ডুমুরিয়া উপজেলার জবেদা বেগম অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার সকালে শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস এম জাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, ধামালিয়া ইউপি চেয়ারম্যান রেজোয়ান মোল্যা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম মাতুব্বর, ইউপি সদস্য সাহিদা বেগম, আজম হালদার ও শহিদ মহলদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন; ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনারুল ইসলাম সবুজ, সহকারি শিক্ষক রাসেল পারভেজ সোনিয়া পারভীন, তানিয়া সুলতানা, মোঃ আলী হাসান, সেবিকা পাল, রেকাবুল ইসলাম, লিমা খাতুন, সেতু খাতুন সোনিয়া খাতুন মোঃ জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, মহিদুল ইসলাম প্রমূখ। প্রতিবন্ধী বিদ্যালয়ের ১০০ জনের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।