বরিশালের বাবুগঞ্জে জোরপূর্বক অন্যের ক্রয়কৃত সম্পত্তি দখল করে ভবন নির্মাণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে প্রকাশ,বাবুগঞ্জ উপজেলার মোঃ সেকান্দার হাওলাদারের পুত্র মোঃ আবদুল খালেক হাওলাদার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী মৌজার ১৬৮ খতিয়ানের ৫৩ নং দাগের ৩ শতাংশ মালিকানাধীন সম্পত্তি স্থানীয় একটি প্রভাবশালী মহল জোরপূর্বক দখল করে নেওয়ার উদ্দেশ্যে ভবন নির্মানের চেষ্টা চালায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় রাজগুরু গ্রামের জালাল সরদারের স্ত্রী মোসাম্মৎ সালেহা বেগম ও তার পুত্র সাব্বির হোসেনগংরা ঐ সম্পত্তি দখলের উদ্দেশ্যে সীমানা পিলার উপড়ে ফেলে পাঁকা ভবন উত্তোলনের চেষ্টা চালায় এ সময় সম্পত্তির মালিক বাঁধা প্রদান করলে কাজ বন্ধরেখে পালিয়ে যায়। এ ঘটনায় জমির প্রকৃত মালিক সেকান্দার হাওলাদার বেহাত হওয়ার আশংখায় সরকারী জরুরী সেবা ৯৯৯ এ কল করে আইনি সহায়তা চাইলে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যপারে বাবুগঞ্জ থানায় অভিযোগ দায়ের এর প্রস্তুতি চলছে বলে জালিয়েছেন সেকান্দার হাওলাদার।