বগুড়া শেরপুরের একজন বহুল বিতকিৃত খাদ্য কর্মকতার যোগ সাজসে এবার মৃত ব্যক্তির নামে সরকারী ধান বরাদ্ধে দেখিয়ে বিল উত্তোলনের চেষ্ঠা করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে । গত বুধবার সন্ধ্যায় শেরপুর অগ্রনী ব্যাংক কর্তৃপক্ষ টাকা উত্তোরনের চেষ্টা কালে এক ব্যাক্তিকে চ্যালেঞ্জ করলে সুযোগ বুঝে চম্পট দেয় ওই বিলের দাবিদার। মৃত ব্যক্তির নাম সহ এরকম আরো শতাধিক ভুয়া ব্যাংক একাউন্ট পরিচালনাকারী থাকতে পারে আশংকা করছেন ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানাগেছে, গত বুধবার শেরপুর পৌর শহরের ধুনট রোড খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রবিউল ইসলাম সেকেন্দারের স্বাক্ষরিত ১ নং কুসুম্বী ইউনিয়নের খিকিন্দা গ্রামের বাসিন্দা মৃত গিয়াস উদ্দিন মন্ডল পিতা হানু মন্ডল (কৃষি কার্ড-পরিচিত নং ১০৮৮০১০২০২১১) নামে বগুড়ার শেরপুর অগ্রণী ব্যাংক থেকে ধানের বিল তুলতে যাওয়া ব্যক্তিকে অগ্রণী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ধানের বিল আনায়ন কারী (দাবিদার)সঠিক নয় বলে চ্যালেঞ্জ করে। এই কৃষক পূর্বে মৃত্যু বরণ করেছে। বিষয়টি নিয়ে ব্যাংকে বাক বিতন্ডা হট্রগোল হলে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ খাদেমুল ইসলাম ঘটনাটি উপজেলা নির্বাহি অফিসার কে জানায়। বিষয়টি টেরপেয়ে ধানের বিলের দাবিদার ব্যাংক থেকে চম্পট দেয়।
উল্লেখ্য যে,২০১৯/২০২০ অর্থবছরের শেরপুর উপজেলা ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষক কৃষানীদের নামে লটারীর মাধ্যমে ও আমন ধান উৎপাদনকারী ২৬২৭ মেঃটন ধানের বিপরীতে ২৬শত ২৭ জন কৃষক কৃষানীর নিকট থেকে ধান সংগ্রহের তালিতা প্রস্তুতকরে উপজেলা খাদ্য কর্মকর্তা । এ তালিকা অনুযায়ী উপজেলার ২ টি খাদ্য গুদামে ধান সংগ্রহ করার নির্দেশ দেন স্থানীয় উর্ধতন কতৃপক্ষ। এ সুযোগ কে কাজে লাগিয়ে উপজেলার খাদ্য কর্মকর্তাও যোগ সাজশে কৃষি কার্ড আছে এমন মৃত কৃষকদের নামে বরাদ্ধ দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য কর্মকর্তা রবিউল ইসলাম সেকেন্দারের বিরুদ্ধে।
এ ব্যাপারে শেরপুর অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ খাদেমুল ইসলাম ঘটনার সত্যতার সিকার করে বলেন- ঠিক মতো যাচাই বাছাই করলে আরও কৃষক কৃষানীর নামে ভুয়া হিসাব পাওয়া যেতে পারে। যার পরিচালনাকারী সঠিক ব্যক্তি নয়। বা কৃষি কার্ডের সাথে বিলের দাবিদারের কোন সম্পর্ক নেই এমন।
এ বিষয়ে জানতে শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রবিউল ইসলাম সেকেন্দারের মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।