বগুড়ায় প্রকাশ্য বিআরটিসি কর্মচারীকে অপহরনের ঘটনায় পুলিশের কেন্দ্রীয় ৯৯৯ এ ফোন করে অপহৃত বিআরটিসি কর্মচারী উদ্ধার হলেও গত ২৪ঘন্টায় অপহরণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বগুড়া সদর থানা পুলিশ। অপহৃতর মোবাইল ফোনও উদ্ধার করেনি পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিআরটিসি বগুড়া বাস ডিপো থেকে প্রকাশ্যে এই অপহরণের ঘটনা ঘটে।
অপহরনের শিকার বিআরটিসি কর্মচারী মুরাদুজ্জামান অভিযোগ ,অপহরণকারীরা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী হওয়ায় তাদেরকে আটক করেনি পুলিশ।
জানা গেছে, বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার হলেন ওমর ফারুক মেহেদীর স্বেচ্ছাচারিতা,অনিয়ম সীমাহীন দুর্নীতি, লুটপাট এর বিষয়ে অপহৃত মুরাদুজ্জামান সহ ডিপোর বেশ কয়েকজন কর্মচারী চেয়ারম্যান এহসানে এলাহী বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার তিন সদস্যের একটি তদন্ত দল বগুড়ায় আসেন। অন্যদিকে একই দিন বগুড়া ডিপো পরিদর্শনে আসেন বিআরটিসির চেয়ারম্যান।
এদিকে তদন্ত দল পৌঁছার আগেই স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ এর নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল যোগে সিনেমাষ্টাইলে বিআরটিসি বাস ডিপো থেকে মুরাদুজ্জামানকে উঠিয়ে নিয়ে যায়।
দীর্ঘ সময় মোবাইল ফোন বন্ধ পেয়ে মুরাদুজ্জামানের স্ত্রী ও শাশুড়ি ডিপোতে এসে অপহরণের বিষয়টি জানতে পারেন।
তারা কেন্দ্রীয় পুলিশের জরুরী ৯৯৯-এ ফোন করে সাহয্য কামনা করেন। একই সময় ডিপো পরিদর্শনে আসা বিআরটিসি চেয়ারম্যান ও তদন্ত টিমকে বিষয়টি জানানো হয়। তখন কর্মচারী মুরাদুজ্জামানকে অফিস থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা শুনে চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেন এবং আধাঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করার জন্য ম্যানেজারকে নির্দেশ দেন।
এ ঘটনার পর দুপুরের দিকে শাওন নামের এক স্বেচ্ছাসেবকলীগের কর্মী মুরাদুজ্জামানকে থানায় পৌঁছে দেয়। কিন্তু তার মোবাইল ফোন দুইটি তারা দেয়নি।
এদিকে অপহৃত মুরাদুজ্জামান পরে সাংবাদিকদের জানান, তাকে তুলে নিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ অফিসের পাশে একটি দোকানে আটকে রেখেছিলেন শাওন। পরে পুলিশের চাপে তাকে থানায় পৌঁছে দেয়া হয়।
বগুড়া সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক ) এসএম বদিউজ্জামান এর সাথে পরে এ বিষয়ে কথা বলা হলে তিনি জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। মামলা করলে অবশ্যই ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।