পশ্চিম সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে শিকার নিষিদ্ধ কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত আটলসহ একটি নৌকা আটক করেছে বনবিভাগের ষ্ম্যার্ট পেট্রোল টিমের সদস্যরা। বৃহস্পতিবার সকালে নিয়মিত টহলের সময় তারা কোবাদক ষ্টেশন সংলগ্ন পুষ্পকাটি এলাকা থেকে কাঁকড়া শিকারের কাজে ব্যবহৃত এসব মালামাল আটক করে। তবে কাঁকড়া শিকারের সাথে জড়িতরা ষ্ম্যার্ট টিমের উপস্থিতি টের পেয়ে আগেই বনের মধ্যে পালিয়ে যায়। অভিযোগ রয়েছে কোবাদকসহ কয়েকটি ষ্টেশন এর দুর্নীতিবাজ বনরক্ষীদের সহায়তায় স্থানীয় কিছু জেলে মাছ শিকারের পাশ নিয়ে বনে যেয়ে চলমান প্রজনন মৌসুমেও কাঁকড়া শিকার করছে। কয়েকজন বনরক্ষী নৌকা প্রতি দেড় থেকে দুই হাজার টাকার চুক্তিতে জেলেদের অভয়ারন্য এলাকায় যেয়ে কাঁকড়া শিকারের সুযোগ দিচ্ছে।
এসিএফ এম এ হাসান জানান, অবৈধভাবে বনে যেয়ে কাঁকড়া শিকারের সময় কিছু মালামাল জব্দ করা হলেও অপরাধীরা পালিয়ে যায়।