বাগেরহাটের চিতলমারীতে পল্লী কৃষি উন্নয়ন ফাউ-েশন নামে একটি সংগঠনের পরিচয়ে প্রতারণার ফাঁদে ফেলে নারীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত নারীরা বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতারকদের আটক ও শাস্তির দাবিতে মানব বন্ধন করেছে।
উপজেলার আড়-য়াবর্ণি গ্রামের পুতুল রায়, কবিতা রায়সহ অনেক নারীরা জানান, গত ১৫ দিন আগে তাদের গ্রামে পল্লী কৃষি উন্নয়ন ফাউ-েশন নামে একটি সংগঠনের পরিচয় দিয়ে আশরাফুল আলম ও শেফালি বেগম নামে দু’জন লোক তাদের গ্রামে আসেন। তারা এলাকার বেকার যুবক-যুবতী ও নারীদের প্রশিক্ষণ ও সহজশর্তে ঋণ প্রদানের আশ্বাস দেন।
এ আশ্বাসের ভিত্তিতে এলাকায় ওই সংগঠনের সদস্য ভর্তি করে। এ সংগঠনে প্রায় শতাধিক নারীরা সদস্যপদ গ্রহণ করেন। এসব সদ্যস্যদের ফ্রিতে সেলাই মেশিন ও বিভিন্ন মালামাল এবং প্রশিক্ষণের জন্য সঞ্চয় ও ভর্তি ফি বাবদ ৫শ’ থেকে হাজার টাকা করে উত্তোলন করে। বর্তমানে ওই দু’জন গা ঢাকা দিয়েছে।
মানব বন্ধনে অংশ নেওয়া কুরমণি গ্রামের লিপিজা খানম জানান, কলেজের ছাত্রী থেকে শুরু করে বেকার নারীরা অনেকেই এক বুক আশা নিয়ে এ সংগঠনে সদস্য হন। তাদের কাছ থেকে ভর্তি ফি ও অন্যান্য খরচসহ ৫শ থেকে হাজার টাকা করে উত্তোলন করে। এভাবে শতাধিক নারীকে প্রতারণার ফাঁদে ফেলে ২ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে ওই সংগঠনটি চম্পট দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছে।