বাগেরহাটে নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা মোকাবিলা অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের আয়োজনে ইউনাইটেড নেশনস ট্রাষ্ট ফান্ডের সহযোগিতায় এই অবহিতরকরণ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেব প্রসাদ পাল।
সভায় বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, জেলা পরিষদের সদস্য শরিফা খানম, প্রানী সম্পদ কর্মকর্তা ডা.লুৎফর রহমান, বেসরকারী উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান, সাংবাদিক বাবুল সরদার, বিষ্ণু প্রসাদ চক্রবর্তীসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী ব্যক্তিবর্গ।