সিরাজদিখানে ১০ মামলার আসামী মাদক ব্যবসায়ী মো. আলমগীর হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার বাসাইল গ্রামের পাল বাড়ির সামনে থেকে ৩০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সে বাসাইল ভুই গ্রামের মৃত মনির হোসেন মনু হাওলাদারের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আলমগীরের বিরুদ্ধে মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন মামলা রয়েছে। সিরাজদিখান থানায় একটি বিস্ফোরক মামলাসহ ৯ টি মামলা ও ঢাকা জেলার কাফরুল থানায় একটি মাদক মামলাসহ ১০ মামলার আসামী সে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিউটিরত উপ পরিদর্শক মুহাম্মদ মোতালেব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ধৃত করা হয়। থানায় নিয়ে আসার পর তার বিরুদ্ধে বিভিন্ন মামলার তথ্য পাওয়া যায়। তাকে গ্রেপ্তার করতে পারায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। এ নিয়ে তার বিরুদ্ধে ১১ টি মামলা চলমান হলো।
সিরাজদিখান থানা পরিদর্শক (অপারেশন) কাজী রমজানুল ইসলাম জানান, থানায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনি প্রকৃয়া শেষে বিকালে তাকে আদালত হাজতে প্রেরণ করা হয়েছে। সে বহু মামলার আসামী। এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।