কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পাঁচ গ্রামের ৩৪০ একর জমিতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। জানা যায়-২০০৩ সালে মৌলভী কাটা, দক্ষিণ মৌলভীর কাটা, বড়জাংছড়ি, কমলা পাড়া ও হাজির পাড়ার প্রায় ৯শত কৃষকের ৫০০ একর জমিতে ব্যুারো চাষের সুবিধার কথা মাথায় রেখে কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভী কাটায় সরকার অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মান করে রাবার ড্রাম। এই রাবার ড্রামটি নির্মিত হওয়ায় একদিকে যেমন কৃষকরা লাভমান হয়েছেন, অপরদিকে বেড়েছে চাষাবাদের জমির সংখ্যা। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাবার ড্রামটি দক্ষিণ পাশের্^র জয়েন্ট অর্ধ ছোটা। যার কারণে রাবারটি লেভেল থেকে ২ ফুট নিচে। তাই চলতি মৌসুমে ব্যুরো চাষে পানির অভাব দেখা দেওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। প্রথমত ধানের দাম কম থাকায় কৃষকরা চাষাবাদে আগ্রহী নয়। দ্বিতীয়ত জমির মালিকরা পাচ্ছে না তাদের ন্যায্য খাজনা। তৃতীয়ত পানির লেভেল নিচে থাকায় পানির অভাব দেখা দিলে তিনশত চল্লিশ একর জমির ব্যুরো চাষ ভেস্তে যাওয়ার সম্ভবনা রয়েছে। কচ্ছপিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাবেক মেম্বার জাকের আহমদ জানান, সরকারের নির্মিত এই রাবারের পানি দিয়ে আমরা দীর্ঘ ১৭ বছর ধরে চাষ করে আসছিলাম। যার পানি খরচ ছিল বিগত দিনে একর প্রতি ১০০০ থেকে ১২৫০ টাকা। বর্তমান একর প্রতি পানি খরচ দাবি করছে দুই হাজার পাঁচশত টাকা। তা নিয়ে বর্তমান ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি জহিরের সাথে বেশ কয়েক বার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। এটি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সমাধান না হলে আগামীতে বড় ধরনের সংঘর্ষের আশংখা রয়েছে। এই এলাকার নুর হোছন, আবদুর রহমান, সালেহ আহমদ, নুরুল আমিন, নুরুল ইসলাম, বজল আহমদ, কাশেম, সোলতান আহমদ, মাহমুদুল আলম, জয়নাল আবেদীন, শাহাজান ফকিরসহ অনেক কৃষকেই জানান, সারা বছর রোদে পোড়ে বৃষ্টিতে ভিজে দেশের খাদ্যের চাহিদা মেঠাতে আমরা চাষাবাদ করেও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছি। বর্তমানে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় আমরা হতাশায় ভোগছি। তাই আমরা জমির মালিকদের বর্গা ধান কমিয়ে দিচ্ছি। তারা আরো জানান, ব্যবপস্থাপনা কমিটির সহযোগীতায় আমরা কানি প্রতি জমি চাষের ( ট্রাক্টর) খরচ বারশত টাকা থেকে আটশত টাকায় পেয়েছি। আগামীতে পানির অভাব দেখা দিলে পাম্প মেশিন দিয়ে পানি দেওয়ার আশ^াস পাওয়ায় আমরা চাষ করতে আগ্রহী হই। তাতে পানি খরচ কানি প্রতি এক হাজার টাকা হলে আমাদের দুঃখ নাই। এই এলাকার উল্লেখযোগ্য জমির মালিক (জমিদার) হচ্ছেন, মোস্তাক আহমদ সওদাগর, মনজুর ইসলাম, আবু হান্নান, নুরুল আমিন, দুদু মিয়া, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি দিদার মিয়া গং ও ফরিদুল আলম। তারা জানান, বিগত দিনে এই জমিগুলো আমরা বর্গ দিয়ে আসছিলাম কানি প্রতি চল্লিশ আড়ি ধানে। বর্তমান ধানের দাম কম হওয়ায় তা আমরা পাচ্ছি কানি প্রতি মাত্র পনের থেকে বিশ আড়ি। তাতে কোটি টাকার জমিতে সরকারি খাজনা দিয়ে আমরা বড় বিপদে। তাদের মধ্যে অনেকে জানান, ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা চাষ করতে অনিহা প্রকাশ করে। তাই আমরা অনেককে নিজ থেকে ধানের বীজ ও টাকা ধার দিয়ে চাষ করতে উৎসাহিত করছি। বড়জামছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহির উদ্দিন জানান, কিছু কুচক্রি মহল আমার কাছে সুবিধা আদায় করতে না পেরে কৃষকদের কর্ণভার করে চাষাবাদ থেকে বিরত রাখার চেষ্টা করছে। কিন্তু বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী ও রামু- কক্সবাজারের মাননীয় সাংসদ এর ঘোষনা- গ্রামের এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। এই স্লোগানকে সামনে রেখে কৃষকদের কৃষি ক্ষেত্রে আগ্রহ বাড়াতে আমি তাদের ঘরে ঘরে গিয়ে চাষাবাদের অনুরোধ করি। পানি খরচ বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাবার ড্রামের রাবারটির দক্ষিণ পাশের্^র জয়েন্ট ছোটে গেছে। রামু উপজেলা এলজিইডি অফিসের মাধ্যমে মোটামোটি সংস্কার করেও রাবারটি পূর্ণাঙ্গ না হওয়ায় ডাউন থেকে দুই ফুট পানির নিচে রাখতে হচ্ছে। তাই আগামীতে পানি নিচে নেমে গেলে পাম্প মেশিনের মাধ্যমে তাদের পানি দিতে হবে। আর বর্তমান শ্রমিকের দাম বৃদ্ধি হওয়ায় পানি চলাচলে নিয়োজিত পাঁচ শ্রমিকের পারিশ্রমিক মিলিয়ে সকল কৃষকদের পরামর্শক্রমে রামু-কক্সবাজারের সাংসদ এই খরচ নির্ধারণ করে দেবেন বলে জানান তিনি।