কুড়িগ্রামের নাগেশ্বরীতে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে ক্লিনিক কেন্দ্রিক সেবাদানকারী ও সেবা গ্রহণকারীদের মধ্যে মুখোমুখি সভা অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ ওওও কর্মসূচি মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর আয়োজনে, কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এবং ইউএসএআইডি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আ.স.ম আব্দুল্যাহ আল-ওয়ালিদ মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক। এ সময় আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আমির হোসেন, এমজেএসকেএস-সৌহার্দ্য ওওও কর্মসূচির উপজেলা কো-অর্ডিনেটর আবু তালেব সরকার, টেকনিক্যাল কর্মকর্তা নুরুন্নবী সরকার, নারগিস আক্তার প্রমুখ। সভায় কমিউনিটি ক্লিনিকে সেবাপ্রাপ্তির সমস্যা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমস্যা সমাধানের নিমিত্তে একটি কর্ম পরিকল্পনা করা হয়, যা ভবিষ্যতে সেবা প্রাপ্তিতে বিশেষ ভূমিকা রাখবে।