পাবনার চাটমোহরে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। হাইকোর্টের নির্দেশনা মানা হচ্ছে না। উপজেলা জুড়ে অবৈধভাবে খনন করা হচ্ছে পুকুর। পাকা সড়ক নষ্ট হচ্ছে পুকুর খননের কারণে। তিন ফসলি জমিও বাদ যাচ্ছে না। নিচু ফসলি জমিকে নালা বা ডোবা দেখিয়ে অনুমোদন নেওয়া হচ্ছে পুকুর খননের জন্য। এসব মাটি নেওয়া হচ্ছে লাইসেন্সবিহীন ইটভাটায়। অনেকেই রাতের আঁধারে পুকুর খনন করছেন। চাটমোহরের ১১টি ইটভাটর কোন প্রকার লাইসেন্স নেই,নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদনও। ট্রাক্টর,ভুটভুটিতে করে পাকা সড়ক নষ্ট করে মাটি নেওয়া হচ্ছে ইটভাটাগুলোতে। গাড়িগুলো বেপরোয়াভাবে চলাচল করায় সড়কে দূর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
চাটমোহর উপজেলার হান্ডিয়ালে জনৈক আফসার আলী নিজ জমিতে দীর্ঘদিন ধরেই পুকুর খনন করছেন। ইতোপূর্বে চাটমোহর থানা পুলিশ ৩জন এক্সসেভেটর চালককে আটক করে থানায় আনলেও পরে ছেড়ে দেওয়া হয়। মির্জাপুর এলাকায় মাটি কেটে পাশের বওশা ঘাটের হাজী ব্রিকসে মাটি দেওয়া হচ্ছে। কামালপুর,খতবাড়ি,চিরইল,বোযালমারী,ধুলাইড়ি,ছাইকোলা এলাকায় চলছে পুকুর খনন। এসব পুকুরের মাটি যাচ্ছে ইটভাটায়। গত ১০ ফেব্রুয়ারি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুকুর খনন ও অবৈধ ইটভাটায় মাটি সরবরাহের বিষয়ে আলোচনা করা হয়। ফৈলজানা ইউপপি চেয়ারম্যান মোঃ হানিফ উদ্দিন,মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক ও মূলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল পুকুর খনন করার ফলে রাস্তার ক্ষতি হচ্ছে মর্মে অভিযোগ করেন। অনেক সদস্যই বৈধভাবে পুকর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সভায় অবৈধভাবে পুকুর খননকারীদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। তিনি জানান,পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।