কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেরার চর রাজিবপুর থানা পুলিশ কর্তৃক ১৯৫ পিচ ইয়াবা সহ ২ আসামি এবং মাদকের ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চর রাজিবপুর থানা সুত্রে জানাগেছে,বুধবার রাত ও বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করেছে। চর রাজিবপুর থানা কর্মকর্তা ইনচার্জ মো: গোলাম মোর্শেদ তালুকদার জানান,বৃহস্পতিবার ভোর রাতে জাউনিয়ার চর পূর্ব জালচিড়া পাড়া গ্রাম থেকে মুত্য সবর আলীর পুত্র বাবুল মিয়া (৩৮) এবং শেরপুর জেলার মৃতু সমশের আলীর পুত্র রুহুল মিয়া (৩৮) কে ১৯৫ পিচ ভারতীয় ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। অপর দিকে বুধবার রাত ১টার দিকে উপজেলা ধৃলাউড়ি থেকে সহিদুল ইসলাম (৩৮),জাউনিয়ার চর জালচিড়া পাড়া গ্রাম থেকে ফরহাদ হোসেন (২৭) ও আবুল কাশেম (৪২) মাদকের ওয়ারেণ্টভুক্ত আসামীদ্বয়কে আটক করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার সকল আসামীদ্বয়কে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ প্রতিনিধিকে জানিয়েছেন।