বগুড়ার ধুনটে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মা ছেলে সহ কমপক্ষে ৫জন আহত হয়েছেন। এ ঘটনায় মারা গেছে কমপক্ষে ৯টি ছাগল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামে।
আহতরা হলেন, ঝিনাই গ্রামের আব্দুল্লাহর পুত্র আসাদুর রহমান (২৮)তার মা সানোয়ারা বেগম(৫৫)এলাকার ফরিদ উদ্দিনের পুত্র সোহাগ উদ্দিন (২৪)ফযলুল হকের পুত্র মিজানুর রহমান(২৩)এবং আবুল কালামের পুত্র নজরুল ইসলাম (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী এবং বাৎসরিক পোড়াদহ মেলা উপলক্ষে গত মঙ্গলবার রাতে ঝিনাই গ্রামের বেলুন ব্যবসায়ী আসাদুর রহমান তার নিজ বাড়ীতে বেলুনে গ্যাস ভরানোর জন্য সিলিন্ডারে হাইড্রোজেন গ্যাস তৈরীর উপকরন মেশাচ্ছিল। এর একপর্যায়ে বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরন ঘটে। এতে করে গোটা এলাকা কেঁপে ওঠে। এ সময় বিস্ফোরিত সিলিন্ডারের আঘাতে ঘটনাস্থলেই কমপক্ষে ৯টি ছাগল মারা যায়। লন্ড ভন্ড হয়ে যায় বাড়ী ঘড় সহ আশপাশের সব কিছু। এতে করে গুরুত্বর ভাবে আহত হয় মহিলা সহ ৫জন।
ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে তাদের বগুড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আহতদের অধিকাংশদের শরীরের ৪০ থেকে ৫০শতাংশ ঝলছে গেছে। তাদের মধ্য কমপক্ষে ২জনের অবস্থা আশংকাজনক।