মহেশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহেশখালী পৌরসভাস্থ খাদ্য গোদাম সংলগ্ন খাল থেকে একটি ফিশিং বোট জব্দ করেছে। এ সময় ফিশিং বোটে থাকা ১ জনের স্বীকারুক্তি মতে অভিযান চালিয়ে হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা গ্রামের ৪ জন মানব পাচারকারী দালাল ও ৬ জন রোহিঙ্গাকে আটক করেন। আটকৃতদের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের হয়েছে। ১২ ফেব্রুয়ারী গভীর রাতে মহেশখালী থানা পুলিশের ওসি প্রভাষ চন্দ্র ধর এর নির্দেশে পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ বাবুল আজাদ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই, সৈয়দ ছানাউল্লাহ এসআই, মোঃ গোলাম মোস্তফা, এএসআই কুসুম বড়-য়া, এএসআই, তানভীর আহমেদ, এএসআই/বাসুদেব দেবনাথ, এএসআই ফরিদ উদ্দীন মুন্সির, মোঃ জহিরুল হক, এএসআই/ হাইসিং মং মার্মা, এএসআই/ মোঃ আবদুল মালেক সহ অভিযান চালিয়ে হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা পাড়াস্থ মানব পাচারকারী মোঃ ফয়েজ এর বসত বাড়ী থেকে ৬ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করে। এ সময় আরো পাচারকাজে জাড়িত থাকা টেনাফের হাতিরঘোনার আবদুর রহিমের পুত্র মোঃ ফজল আহম্মদ(৪২), পেকুয়া থানার বিলহাচূড়া গ্রামের বাদশা মিয়া পুত্র মোঃ ইউনুস(৩২), হোয়ানক ছনখোলা পাড়া গ্রামের অলি আহমদেও পুত্র আহম্মদ উল্যাহ(৩৬), কালালিয়াকাটার আবু ছিদ্দিকের পুত্র নুরুল কাদের(২৮) আটক করেন। এ সময় জব্দকৃত ফিশিং ট্রলারের মালিক ফয়েজ আহমদ প্রকাশ ফরিজ মাঝি এর স্ত্রী মানব পাচারকারী জুলেখা ও তার স্বামী ফয়েজ আহমদ ফরিজ মাঝি পলাতক রয়েছে। এ দিকে উদ্ধার হওয়া মায়ানমার থেকে আগত সাগর পথে ফিশিং বোটে মালয়েশিয়া যেতে প্রস্তুত থাকা রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ জোবায়ের(২৭), সালেহ আহমদ(২০), আজিজুল হক(২৫), জিয়াউর রহমান(২১), আক্তার হোসেন(২০), মনজুর রহমান(২৭) কে টেকনাফের রোহঙ্গিা ক্যাম্পে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মহেশখালী থানার মামলা নং-০৯, তারিখ ঃ ১২/০২/২০২০ খ্রিঃ, ধারা-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৭/৮ রুজু করা হইয়াছে। মামলাটি মহেখালী থানার এসআই কিশোর বড়-য়া তদন্ত করিবেন। উল্লেখ্য যে, কক্সবাজারের বহুল আলোচিত মানব পাচারকারী জুলেখা কক্সবাজারস্থ নিজের স্থান পরিবর্তন করে সাগর পথে মালয়েশিয়ায় মানব পাচারের কাজ চালিয়ে যেতে সম্প্রতি মহেশখালী উপজেলার হোয়ানক কালালিয়াকাটা গ্রামে একটি বসত বাড়ী তৈরি করেন। সে সুবাদে পাহাড়ি জায়গাকে নিরাপদ আস্তানা হিসাবে ব্যবহার করে গত ০২/০৩ সপ্তাহে কয়েক দফায় মালয়েশিয়ায় মানুষ দিয়ে আসে। ব্যবসায়ীক সুবাদে ফিশিং ট্রলারের নাম করে মানব পাচারকারী জুলেখা আক্তার নিজের ঠিকানা কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মিয়ার পাড়া গ্রামের ঠিকানা দিয়ে ১১ জানুয়ারী মহেশখালী পৌরসভা এলাকা থেকে জৈনক এবাদুল করিমের নিকট ১৫ লক্ষ টাকায় একটি এফ.বি আল্লাহ মালিক নামের ফিশিং ট্রলার ক্রয় করে। বিক্রয়কালে প্রায় ৩ লক্ষ টাকা বকেয় থাকায় ১১ ফেব্রুয়ারী ওই টাকা উদ্ধারের জন্য ফরিজ মাঝি সহ ফিশিং ট্রলারটি গোরকঘাটা রশিদ মিয়ার ব্রিজের খালে আটকে রাখে। স্থানীয় বিভিন্ন লোকজনের মাধ্যমে ওই পাওনা টাকা পরিশোধ হওয়ার পর ফিশিং ট্রলারটিতে কয়েকজন অপরিচিত লোকজনের উঠা-নামা সন্ধেহ জনক হলে ঐ ঘাটে থাকা বিভিন্ন লোকজন বহিরাগত লোকদের জিজ্ঞাসাবাদে মানব পাচার কাজে জড়িত হিসাবে সন্ধেহ থাকায় পুলিশকে সংবাদ দেয়। মহেশখালী থানা পুলিশ দ্রুত গভীর রাতে অভিযান চালিয়ে ফিশিং বোট থেকে নুরুল কাদের নামে মানব পাচারে জড়িত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার সূত্র ধরে হোয়ানক কালালিয়াকাটা এলাকা থেকে মানব পাচারকারী দলের সদস্যদের আটক ও রোহিঙ্গাদের উদ্ধার করে মহেশখালী থানা নিয়ে আসে। এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে শীর্ষ মানব পাচারকারী জুলেখা বাহিনীর প্রধান জুলেখা গা ঢাকা দেয়। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানায় মানব পাচার একটি জগন্য তম অপরাধ। মহেশখালীর যে কোন প্রান্তে রোহিঙ্গা পাচারের বিষয়ে সংবাদ থাকলে আইনগ প্রয়োগকারী সংস্থাকে জানানোর আহ্বানা জানিয়ে আরো বলেন আটক ও উদ্ধারকৃতদের সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।