মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজলার যশলদিয়া কমিউনিটি ক্লিনিকে গরীব ও দুঃস্হ রোগীদের জন্য ঔষধ বিতরন করা হয়।
বুধবার উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়ন পরিষদের আয়োজনে লোকাল গভর্নেস সাপোর্ট প্রজেক্ট (এলএসপি-৩)এর আওতায় যশলদিয়া কমিউনিটি ক্লিনিকে এর আয়োজন করা হয়। মেদিনীমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেদিনীমন্ডল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজ্বী আশরাফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লৌহজং উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীম আহমেদ।
সভাপতির সমাপনি বক্তব্যে হাজ্বী আশরাফ হোসেন বলেন, প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে চিকিৎসা সেবা পৌছাতে মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ় প্রতিজ্ঞ। তারই ধারাবাহিকতায় আমরা এর উদ্যোগ নিয়েছি। তিনি আরও বলেন এই ইউনিয়নে একজন গরীব রোগী ও যেন চিকিৎসা ও ঔষধ থেকে বঞ্চিত না হয় সেই দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এসময় আরও উপস্হিত ছিলেন সহকারী স্বাস্হ্য পরিদর্শক রফিকুল ইসলাম, দিপালী রানী দাস, মোঃ কাশেম, হারুন মেম্বার, আক্কাস মেম্বার, ফরিদা মেম্বার, ওয়াহেদ সর্দার সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।