তালা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা বুধবার বিকাল ৫টায় পাটকেলঘাটা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তালা উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ইন্দ্রজিৎ কুমার সাধুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। অন্যান্যের মধ্যে তালা উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শংকর কুমার দাশ,মুক্তিযোদ্ধা মোল্যা আবদুর রশিদ,মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস,শিক্ষক শংকর দাশ,বিধান দাশ,নাজমুল হাসান মিঠু,মনিরুজ্জামান মনি,লিটন মোড়ল সহ তালা উপজেলা কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় আগামী ১৭ ফেব্রুয়ারী কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ ও সাধারন সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সাতক্ষীরায় আগমন উপলক্ষ্যে ও ২১ শে ফেব্রুয়ারী ভাষা দিবস পালনে বিভিন্ন বিষয় সিদ্ধান্ত গৃহিত হয়।