জামালপুরে চলতি এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র পরীক্ষার ৫০টি উত্তরপত্রের বান্ডেল সদর থানায় জমা দিয়েছেন জয়নাল আবেদীন নামে এক সিএনজি চালক। গত ১১ ফেব্রয়ারী মঙ্গলবার রাতে কুড়িয়ে পাওয়া পরীক্ষার ৫০টি উত্তরপত্র তিনি থানায় জমা দেন।
জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান গত ১২ ফেব্রুয়ারী মঙ্গলবার জানান,উত্তরপত্র গুলো ময়মনসিংহ শিক্ষা বোড থেকে আগত কনট্রোলার(পরীক্ষা নিয়ন্ত্রক), মো.শামছুল আলম জামালপুর সদর থানায় এসে ৫০টি উত্তরপত্রের এক বান্ডিল এসএমসি পরীক্ষার খাতা নিয়েগেছেন।