লটারির মাধ্যমে যশোর পুলিশের ৩৪ জন প্রবেশনাল সাব ইন্সপেক্টরের (এসআই) পদায়ন ও বদলি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন তার নিজ দফতরে লটারির মাধ্যমে ওই কর্মকর্তাদের থানা ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটে পদায়ন নিশ্চিত করেন।
বুধবার যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, পদায়নের ক্ষেত্রে নানা রকমের অভিযোগ থাকে। পদায়নের স্বচ্ছতা নিশ্চিতে স্থায়ী নিয়োগ পাওয়া ৩৪ জন এসআইয়ের লটারির ব্যবস্থা করেছেন পুলিশ সুপার। স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে এ পদ্ধতি গ্রহণ করা হয়েছে। যাতে গোটা প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ না হয়।