সদর উপজেলার সাজিয়ালী পূর্ব পাড়াস্থ এলাকাল এক ব্যক্তিকে গতিরোধ পূর্বক একটি ঘরে আটক রেখে নগদ দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করতে গিয়ে একই পরিবারের তিনজনসহ চারজন জখম হয়েছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হচ্ছে, যশোর সদর উপজেলা চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী পূর্ব পাড়ার মৃত হারান গাজীর ছেলে লুৎফর,মোশারফ,মশিয়ার রহমান,লুকমান হোসেন গোজো,রওশন,মশিয়ার রহমানের ছেলে শামীম হোসেন,লুকমন হোসেন গোজোর ছেলে খোকন,লুৎফর হোসেনের ছেলে হোসেন,রওশনের ছেলে আকাশ,লুকমান হোসেন গোজোর ছেলে শাহিনসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
সদর উপজেলার সাজিয়ালী পূর্ব পাড়ার মৃত দিদার গাজীর ছেলে মিন্টু কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করে বলেন,আসামীদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৯ ফেব্রুয়ারী সকালে প্রতিবেশী মৃত ভাটাই বিশ্বাসের ছেলে বাবলু মিন্টুর বাড়িতে জমি বন্ধক নিতে নগদ ১লাখ ৭০ হাজার টাকা নিয়ে আসছিল। সকাল ৮ টায় লুৎফর রহমানের বাড়ির সামনে পৌছালে লুৎফরসহ উল্লিখিত আসামিরা বাবলু বিশ্বাসকে গতিরোধ করে তাদের ঘরের মধ্যে অবৈধভাবে আটক করে রাখে। খবর পেয়ে মিন্টুসহ ছেলৈ ইয়াছিন,ছোটভাই ঝন্টু ও রিপন উদ্ধার করতে এলে ওই আসামিরা সকলকে মারপিট করে জখম করে। এ সময় বাবলু বিশ্বাসের লুঙ্গির কোচরে থাকা ওই টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় মিন্টুসহ চারজনকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে বাবলু বিশ্বাস ও ঝন্টুর অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।