শহরতলী পালবাড়ী বাঙ্গাল পাড়াস্থ জনৈক লিয়াকতের বাড়ির সামনে থেকে প্রকাশ্যে মোটর সাইকেল চুরির অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন যশোর শহরতলী আরবপুর দিঘীরপাড় এলাকার কাজী মহাসিনের ছেলে আল মামুন রেজা।
তিনি এজাহারে উল্লেখ করেছেন,গত ৮ ফেব্রুয়ারী বিকেলে সে তার পিতার নামে লাল কালো পালসার মোটর সাইকেল যার নং (যশোর ল-১১-৮৮৮৫) নিয়ে বন্ধুদের সাথে পারবাড়ী এলাকায় আসে। পালবাড়ী বাঙ্গাল পাড়াস্থ জনৈক লিয়াকত এর বাড়ির সামনে ওই পালসার মোটর সাইকেলসহ আরো দু’টি মোটর সাইকেল পাশাপাশি রেখে তালা মেরে রেল লাইন ধরে ঘুরতে যায়। বিকেল ৫ টা হতে সন্ধ্যা ৬ টার পর এসে দেখে ৩টি মোটর সাইকেলের মধ্যে পালসার মোটর সাইকেলটি নাই। সংঘবদ্ধ চোরেরা তালা ভেঙ্গে কৌশলে চুরি করে নিয়ে গেছে। বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে না পেয়ে কোতয়ালি মডেল থানায় ৮ ফেব্রুয়ারী রাতে অভিযোগ দায়ের করলে পুলিশ প্রাথমিকভাবে তদন্ত দিয়ে অভিযোগনাম সত্যতা পেয়ে চুরি হওয়ার ৩দিন পর মামলা হিসেবে নথিভূক্ত করে। মামলা রেকর্ড হওয়ার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার কিংবা চোরদের সনাক্ত করতে পারেনি।