সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক এডভোকেট সোহানা মহিউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের আয়োজনে গতকাল বুধবার বিকাল ৫ টায় উপজেলা ডাক বাংলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে সোহানা মহিউদ্দিন বলেন, ৭ মার্চ থেকে ‘মুন্সীগঞ্জের খবর’ নামে তার প্রকাশনা ও সম্পাদনায় জেলায় একটি দৈনিক পত্রিকা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ সময় তিনি আলহাজ¦ মহিউদ্দিনের ৭ মার্চ ও বঙ্গবন্ধুর মহিউদ্দিন নিয়ে বিশেষ আলোচনা করেন। এরপর তিনি সিরাজদিখান প্রেসক্লাবের নব নির্মিত ঘরের উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং সহায়তার আশ^াস দেন। মত বিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবায়ের, যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন, সাবেক যুগ্ন সম্পাদক সালাউদ্দিন সালমান, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ মান্নান, কোষাধ্যক্ষ হাজী নাজমুল মোল্লা, প্রচার ও প্রচারণা সম্পাদক জাহাঙ্গীর আলম চমক, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, ইসমাইল খন্দকার, আরিফ হোসেন হারিছ, হামিদুল ইসলাম লিংকন, মিজানুর রহমান মিজান, রোমান হাওলাদার, আজিম হাওলাদার প্রমুখ।