বালুমহাল ইজারা নিয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর দুই ইজাদার। ইজারার শর্ত অনুযায়ী নদী তীরের দেড় থেকে দুই কিলোমিটার দূরে গিয়ে তাদের বালু নিয়ে আসতে হবে। কিন্তু দুই কিলোমিটার দূরে ভারতীয় সীমানা বা নো-ম্যানস ল্যান্ড হওয়ায় সেখানে যাওয়া সম্ভব নয় বলে দাবি করেছেন ইজারাদাররা।
এ দুই ইজারাদার হলেন- রজব আলী ও আনোয়ার হোসেন। রজব তার ‘রজব অ্যান্ড ব্রাদার্স’ ও আনোয়ার তার ‘উম্মে রোমান এন্টার প্রাইজ’ প্রতিষ্ঠানের নামে চড়া মূল্যে এক বছরের জন্য বালুমহাল দুটি ইজারা নিয়েছেন। কিন্তু নদী তীর থেকে দুই কিলোমিটার দূরে না যাবার কারণে রাজশাহীর জেলা প্রশাসন বালুমহাল দুটি বন্ধ করে দিয়েছেন। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এ দুই ইজারাদার।
এদের মধ্যে আনোয়ারের নির্ধারিত বালুমহাল হচ্ছে রাজশাহীর পবা উপজেলার চর হরিপুর, মদনপুর ও কসবা মৌজায়। আর রজবের বালুমহাল হচ্ছে রাজশাহী নগরীর উপকণ্ঠ হাড়ুপুর ও নবগঙা মৌজায়। আনোয়ার এ বছর বালুমহালটি ৪ কোটি ৯২ লাখ টাকায় ইজারা নিয়েছেন। রজবও দাম দিয়েছেন প্রায় ৬ কোটি টাকা। কিন্তু এ দুটি বালুমহালের ইজারামূল্য অতীতে কখনই তিন-চার লাখ টাকার বেশি ওঠেনি বলে জানা গেছে।
পবা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আবুল হায়াত বলেন, বালু উত্তোলনের ইজারা শর্ত ভঙ্গ করায় দুটি বালুমহালে অভিযান পরিচালনা করে তা বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে গত ১৪ জানুয়ারি একই অভিযোগে দুটি বালুমহালকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানাও করা হয়।
এ বিষয়ে ইজারাদার রজব আলী বলেন, ‘বালুমহাল বন্ধ করে দেয়ার কারণে তিনি বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে যে এলাকায় বালু উত্তোলন করতে বলা হচ্ছে, তা ভারতীয় সীমানা বা নো-ম্যানস ল্যান্ড। ফলে সেখান থেকে বালু উত্তোলন সম্ভব নয়।’
অপর ইজারাদার আনোয়ার হোসেন বলেন, ‘বালুমহাল ইজারার আগে হাইড্রোলিক জরিপ করার কথা। যার ভিত্তিতে ইজারার কাগজে এলাকা, মৌজা ও দাগ নম্বর উল্লেখ করে সেখানে সাম্ভাব্য বালুর পরিমাণও উল্লেখ থাকবে। কিন্তু এসব কিছুই নেই। তবে শর্ত আছে পাড় থেকে দেড় থেকে দুই কিলোমিটার দূরে বালু উত্তোলন করতে হবে। কিন্তু সেটা ভারতীয় সীমানা অথবা নো-ম্যানস ল্যান্ড হওয়ায় সেখানে যাওয়া সম্ভব নয়। তাই আমরা যেন নদী তীরের এক কিলোমিটার দূরে গিয়েই বালু তুলতে পারি সেজন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক বলেন, ‘ইজারা দেয়া হলেও ইজারাদাররা শর্ত অনুযায়ী বালু তুলছেন কি না সেটা দেখতে বালুমহালে অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে সব বালুমহালেই অভিযান চলবে।’ এ সময় ইজারাদারদের ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেন নি।