অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকালে শহরের উত্তর তেমুহনী থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন,জেলা আঃলীগের সাধারন সম্পাদক এড্যাঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন,রাসেল মাহামুদ মান্না, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান। সাবেক ছাএলীগের সভাপতি শেখ জামান রিপন.যুবলীগের সহ সভাপতি আদনান চৌধুরি বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতকে ৩ উইকেটের ব্যবধানে পরাজিত করে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।