চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। বুধবার রাত সাড়ে এগারটার দিকে উপ-পরিদর্শক খবির হোসেন নিজ নুরনগর এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাকে গ্রেফতার করে। সে শ্যামনগর উপজেলার উত্তর হাজীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানায়, রোববার সকাল নটার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে শিশুটিকে ফুসলিয়ে নিজ চিংড়ি ঘেরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে রবিউল। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভিকটিমের পরিবার শ্যামনগর থানায় মঙ্গলবার রাতে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করার হয়। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য সাতদক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।