পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ শিকারে যাওয়া বাটুল সরদার (৪০) ও আব্দুর রাজ্জাক (৪৫) নামের দুই জেলেকে অপহরন করেছে জিয়া বাহিনীর সদস্য পরিচয়ে একদল বনদস্যু। গত সোমবার গভীর রাতে পশ্চিম সুন্দরবনের বৈকেরী খাল থেকে অস্ত্রের মুখে দুই লাখ টাকা মুক্তিপনের দাবিতে তাদেরকে অপহরন করা হয়। অপহৃত দুই জেলে হলো শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মহাদেব সরদার ও হরিনগর গ্রামের লোকমান গাজীর ছেলে।
অপহরনের শিকার জেলেদের পরিবারের বরাত দিয়ে হরিনগর গ্রামের নুর ইসলাম ও ফিরে আসা জেলে রজব আলী জানায় রোববার কদমতলা ষ্টেশন থেকে অনুমতি নিয়ে তারা সুন্দরবনে মাছ শিকারে যায়। সোমবার দিবাগত রাতে ছয় সদস্যের বনদস্যুরা আটটি নৌকার মধ্য হতে দুই জনকে জিম্মি করে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করেছে।
সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানায়, ঘটনা তিনি শুনছেন, তবে কেউ অভিযোগ করেনি।