অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণসহ অনুমোদন না নিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে শ্যামনগর উপজেলার বংশীপুর বাজারের তিন ব্যবসায়ীকে অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান সাহা মিষ্টান্ন ভান্ডারের মালিক অখিল সাহাকে পাঁচ হাজার, ঘোষ ডেয়ারীর মোহন্ত ঘোষকে তিন হাজার এবং মেসার্স শেখ ট্রেডার্সের কামরুজ্জামান কচিকে আট হাজার টাকা জরিমানা করেন।