নওগাঁর ধামইরহাটে ‘মুজিববর্ষ ২০২০-২০২১ উদযাপন উপলক্ষে কবি এস এম আবদুর রউফ এর লেখা বেশ কয়েকটি মুজিব কেন্দ্রীক গানের উপর শিল্পীদের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় সরকারি এম এম কলেজ ক্যাম্পাসে কবি এস এম আবদুর রউফ এর লেখা বেশ কয়েকটি মুজিব কেন্দ্রীক গানের মহড়ার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন। এ সময় শিল্পী মোঃ লুৎফর রহমান, মাস্টার বিমল চন্দ্র, মেহেদী হাসান জুয়েল, গোলাম মোস্তফা ও সুনীল মুজিব কেন্দ্রীক গান পরিবেশন করেন। মহড়ায় উপস্থিত ছিলেন প্রভাষক এম.এ হোসাইন, মো. জাহিদুল ইসলাম, শাহিনুর আলম, প্রদর্শক মো. তোজাম্মেল হক ও ফিরোজ হোসেন প্রমুখ।
উল্লেখ্য কবি এস এম আবদুর রউফ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন বিশিষ্ট গীতিকার। কবির সাথে একান্ত আলাপচারিতায় জানা যায়, এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা-০৮ টি। কবি আশা করেন তাঁর লেখা মুজিব কেন্দ্রীক গানগুলি এ দেশের মানুষের মনে সাড়া ও দেশপ্রেম জাগাবে এবং মুজিব বর্ষকে মধুময় করে তুলবে।