নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ছমির মুন্সির হাট বাজারে আলিফ জেনারেল প্রাইভেট হাসপাতালে উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নোয়াখালী প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি ডাক্তার নোমান হোসেন ওই হাসপাতালের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেনÑসেনবাগ প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাবেক সভাপতি আবুল খায়ের, সেক্রেটারী জুয়েল সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পল্লী চিকিৎসক ও সামাজিক সংগঠনের লোকজন। হাসপাতালে স্বত্বাধীকারী মনোয়ার হোসেন জানান, আধুনিক সরঞ্জাম দিয়ে হাসপাতালটি সাজানো হয়েছে।