রাজশাহীর গোদাগাড়ী বালুবাহী ট্রাক ও পিকআপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। একজন হলে হলো ঢাকা মোহাম্মদপুর লতের চরের জালাল আহম্মেদের ছেলে জাহিদুল ইসলাম মাওলা (২০) অপর জনের নাম তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল বারি জানান, বুধবার সকাল পৌনে ৮ টার দিকে উপজেলার রাজাবাড়ি হাট বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে রাজশাহী - চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উপর চাঁপাইনবাবগঞ্জ মুখি একটি বালুবাহী ট্রাক দাঁড়ানো ছিলো পেছন হতে আসা থাইগ্লাস বহনকারী পিকআপ ট্রাকের পেছনে এসে মারলে ঘটনাস্থলেই পিকআপের দুই যাত্রী মারা যায়। স্থানীয়রা ধারণা করছেন তারা থাইমিস্ত্রী। পিক আপের ড্রাইভার পালিয়ে গেছে।ঘটনাস্থলে ফায়ার সাসার্ভিসের দল ও পুলিশ উদ্ধার কাজ চালিয়েছে বলে পুলিশ জানান।
গোদাগাড়ী মডেল থানাও ওসি মোঃ খায়রুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে। একজনের পরিচয় পাওয়া গেছে অপরজনের এখনো পাওয়া যায়নি। তার পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলে জানান।