কালিগঞ্জের নলতা ওরছ শরীফ থেকে চোরচক্রের ৩ নারী সদস্যকে আটক করে পুলিশি সোপর্দ করেছে জনতা। তারা হলেন মাদারীপুর জেলার তাঁতীবাড়ি এলাকার মিলন মিয়ার স্ত্রী আকলিমা খাতুন (২৫), আলমগীর মোল্লার স্ত্রী রীনা বেগম (২৮) ও হবিগঞ্জ জেলার কালিকাপুর এলাকার জোনায়েদ সরদারের স্ত্রী আয়েশা খাতুন (২৫)।
থানার সহকারী উপপরিদর্শক মাসুম বিল্লাহ জানান, সোমবার রাত ১১ টার দিকে চোরচক্রের ওই ৩ সদস্য নলতা শরীফ বাজারের মধ্যে প্রবেশ করে জনৈক দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইর চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতা তাদেরকে আটক করে। পরবর্তীতে থানায় খবর দিলে উপপরিদর্শক জিয়ারাত আলী তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার আটক তিন নারীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।