কালিগঞ্জে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তারা হলেন উপজেলার নলতা ইউনিয়নের দুড়দুড়িয়া গ্রামের আকবার মোল্লার ছেলে আকতার মোল্লা (২৭) ও রতনপুর ইউনিয়নের বাগমারি গ্রামের মৃত সুরাত আলী গাজীর ছেলে মঈনুল ইসলাম (৪৩)।
থানার সহকারী উপপরিদর্শক মাসুম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৭ টার দিকে সহকারী উপপরিদর্শক শেখ জামাল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার নলতা চক্ষু হাসপাতাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসম ৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আকতার মোল্লাকে আটক করা হয়। এ ছাড়া মঙ্গলবার বেলা ১২ টার দিকে সহকারী উপপরিদর্শক জিল্লুর রহমান ও কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ মাঘুরালী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মঈনুল ইসলামকে আটক করে। এ ব্যাপারে থানায় দু’টি পৃথক মামলা হয়েছে।