কালিগঞ্জে সাতক্ষীরা জেলা প্রশাসক গৃহীত ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা উদ্যোগ সফল হোক’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে সাইকেল র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে যেয়ে শেষ হয়। ক্রীড়া সংস্থার সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল ও সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলুর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন এবং র্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। পরবর্তীতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা ভূমি অফিসে গণপাঠাগার, ল্যাঙ্গুয়েজ ক্লাব, মুভি ক্লাব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। বিকেলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে মুজিববর্ষ উদ্যাপনের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা লেডিস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।