অদ্য ১১/০২/২০২০ তারিখ আনুমানিক দুপুর ১৩৩০ ঘটিকার সময় সিপিসি-১, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিঃ পুলিশ সুপার সাইফুর রহমান এর নেতৃত্বে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী থেকে ৩৫২ পিস ইয়াবা, ০৩টি মোবাইল ও নগদ ২৬০/- টাকাসহ ১। মোঃ আজিজুল হক (৪২) কে আটক করেন।
এছাড়াও গত ১০ ফেব্রুয়ারি, ২০২০ ইং তারিখ ১৭০৫ ঘটিকার সময় র্যাব-১০ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে, ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন দক্ষিন মান্দাইল এলাকা থেকে ১। মোঃ চাঁন মিয়া (৪০) কে ৪০ পুড়িয়া হেরোইন ও ০১ টি মোবাইল ফোন সহ গ্রেফতার করেন। একইদিন আনুমানিক ১৫৫০ ঘটিকার সময় ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কদমতলী এলাকা থেকে ১। মোঃ আঃ সোবাহান (৬০) কে ৩০ পুরিয়া হেরোইন, ০২ টি মোবাইল ফোন এবং নগদ ২০০০ টাকা গ্রেফতার করেন।
এদিকে গত ১০ ফেব্রুয়ারী, ২০২০ তারিখ আনুমানিক রাত ২১০৫ ঘটিকার সময় সিপিএসসি, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার উপপরিচালক আলী রেজা রাব্বি এর নেতৃত্বে রাজধানীর ডেমরা থানাধীন লন্ডন মার্কেট এলাকা থেকে ৮২ পিস ইয়াবা ,০১ টি মোবাইলসহ ১। মোঃ কাউসার (২৫) কে আটক করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।