জামালপুরের ইসলামপুর যমুনা-ব্রক্ষপুত্র নদ-নদী বিধৌত অঞ্চল নামে খেত। এ উপজেলায় নদী ভাঙ্গা,বন্যা কবলিত অতিদরিদ্র প্রায় সাড়ে ৪ লক্ষাধীক মানুষের বসবাস। এ উপজেলার ১২টি ইউনিয়,১টি পৌরসভা নিয়ে গঠিত উপজেলা। এ উপজেলা হাসপাতালে দীর্ঘ দিন যাবত চিকিৎসক ও জনবল সংকটে কাক্সিক্ষত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন অসহায় মানুষ।
জানাযায়,ইসলামপুর উপজেলায় ৫০শর্য্যা বিশিষ্ট হাসপাতালসহ ৩টি স্বাস্থ্য উপকেন্দ্রর কনসালটেন,জুনিয়র কনসালটেনসহ মোট ৩৩জন চিকিৎসকের প্রয়োজন। কিন্তু সেখানে আছে মাত্র ২২ জন। তারমধ্যে সার্জারী, এন্থেসিয়া, গাইনী, মেডিসিন,শিশু,কাডিওলজিষ্ট,ডেন্টাল সার্জনসহ জুনিয়র কনসালটেন মোট ৯জন চিকিৎসক নেই। এ ছাড়া উপজেলা হাসপাতালটি নার্স প্রয়োজন ২৬জন, আছে মাত্র ২৩জন। ওয়ার্ড়বয় প্রয়োজন ৩জন, আছে ২জন। দুইটি আয়া পদ শূন্যে রয়েছে। এমটি ফিজিওথেরাপি কোন লোক নেই। এছাড়াও এ হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি নেই। রেড়িও গ্রাফিক্স ডিজিটাল মেশিন নেই, আলট্রা সাউন্ড মেশিন নেই, মাইক্রোপিপেড যন্ত্র সহ প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। যন্ত্রপাতির অভাবে যথাযথ প্যাথলজিকেল সেবাও প্রদান করতে পারছেন না বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। অপর দিকে এ হাসপালে আধুনিক সয়ংকৃত একটি অপারেশন থিয়েটার রয়েছে। সেখানে দেশী-বিদেশী কোটি-কোটি টাকার যন্ত্রপাতি রয়েছে। সেখানে একসময় প্রতিনিয়ত জটিল অপারেশনসহ গর্ভবতি দরিদ্র মহিলাদের সিজার অপারেশন করা হতো। কিন্তু দীর্ঘ দিন যাবত সার্জিকেল ডাক্তার ও এন্থেসিয়া ডাক্তারের অভাবে অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে। ফলে অপারেশন থিয়েটারের কোটি কোটি টাকার সরকারি সম্পদ মরিচা ধরে নষ্ট হচ্ছে কোন কাজে আসছে না। ফলে চিকিৎস, ও জনবল সংকটে এ উপজেলার নদীভাঙ্গা,বন্যা কবলিত প্রায় সাড়ে ৪ লক্ষাধিক অসহায় মানুষ দীর্ঘ দিন যাবত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন।
যেন দেখার কেউ নেই।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা বাহাদুরপুর গ্রামের মাসুদের ৯ মাসের শিশুপুত্র নিউমোনিয়া রোগে আক্রান্ত ভর্তি হয়েছে এবং চিনাডুলী গ্রামের দিনমজুর গোলাপ উদ্দিনের ৮ বছরের শিশুকন্যাকে সর্দ্দিকাশি রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তারা জানায় চিকিৎসার জন্য এসেছেন কিন্তু হাসপাতালে কোন শিশু বিশেষজ্ঞ নেই। ডাক্তারের সংকটে সন্তানের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন তারা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী নাজমা, জাহানারা ও সোবাহান একই অভিযোগ করেছেন।
অপর দিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, হাসপাতাল গেইটের সংলগ্ন বেঙের ছাতার মত গজিয়ে উঠা ডায়াগষ্টিক সেন্টার রয়েছে। এসব নাম সর্বস্ব অধিকাংশ অনুমোদনহীন ডায়াগনষ্টিক সেন্টরের লোকজন -দুরান্ত থেকে আগত রোগিদের সুচিকিৎসা দেওয়ার নাম করে হাতিয়ে নিচ্ছেন নগদ অর্থ। এলাকাবাসীর অভিযোগ,নতুন যোগদান কারী ভাল ডাক্তার না’কি তাদের দাপটে বেশীদিন টিকতে পারেন না।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এমএ তাহের এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন এসেছি হাসপাতালে। সার্জারী, এন্থেসিয়া, গাইনী, মেডিসিন,শিশু,কাডিওলজিষ্ট,ডেন্টাল সার্জনসহ জুনিয়র কনসালটেন নেই বলে স্বীকার করেন। অধুনিক অপারেশন থিয়েটার সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন সার্জিক্যল ও এন্থেসিয়া, চিকিৎসক সংকটে বন্ধ রয়েছেন।
অপর দিকে ডাক্তার স্বল্পতার বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডাঃ গৌতম চন্দ ্রএর কাছে জানতে চাইলে তিনি বলেন,সারা জেলায় কনসালটেন-জুনিয়র কনসালটেন ডাক্তার সংকট রয়েছে। ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। হয়তো অচিরেই এর সুফল পাওয়া যাবে। তিনি আরও বলেন সারা জেলায় অবৈধ ডায়াগনন্টিক সেন্টারের বিরোদ্ধে ব্যাবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে অবগত করিয়েছি। তারা ব্যবস্থা নিবে বলে জানান।