জেলার ডুমুরিয়া উপজেলার চেচুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালযের আঙ্গিণা থেকে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি উচ্ছেদ করা হয়েছে। ভাষার মাসে শহীদ মিনারটি উচ্ছেদ করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ডুমুরিয়া উপজেলার চেঢ়ুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি নিলাম দেয়া হয়। নিলামটি কেনেন ওই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি বাবুল গোলদার। তিনি স্কুলটি ভেঙ্গে নিয়ে যাওয়ার যাওয়ার সাথে সাথে বিদ্যালয় আঙ্গিনার শহীদ মিনারটিও ভেঙ্গে নিয়ে গেছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা বাধা দিলেও তিনি কাউকে পাত্তা দেননি।
এ বিষয়ে নিলাম ক্রেতা বাবুল গোলদার বলেন, পুরাতন ভবন ও পার্শ্ববতি অন্য স্থাপনা কেনা হয়েছে। তাই শহীদ মিনারটি ভেঙ্গে নেয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসরেকি সুলতানা বলেন, কি কি নিলাম হয়েছে সেটা আমার জানা নেই। তাছাড়া শহীদ ভেঙ্গেছে তাতে আবার নতুন করে তৈরি করা হবে।
চেচুড়ি মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান এ বিষয়ে বলেন, ওই শহীদ মিনারটিতে এই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও পাশ্ববর্তি আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। কিন্তু এবার তা হবে না।
ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর এ প্রসঙ্গে বলেন, পুরনো ভবন বিক্রি করা হয়েছে। শহীদ মিনার তো বিক্রি করা হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসরেকা সুলতানা আমাকে বলেছেন আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে শহীদ মিনার তৈরি করা হবে।